করোনাভাইরাস প্রতিরোধে শচীনের ৫০ লাখ টাকা অনুদান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০ করোনাভাইরাসের প্রতিরোধে ৫০ লাখ টাকা দান করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে এখন পর্যন্ত যা সরোচ্চ। খবর আনন্দবাজার পত্রিকার। খবরে বলা হয়, শুক্রবার একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুম্বাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন শচীন। এর আগে দেশটির অনেক অ্যাথলেট করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছেন। কেউ বেতন দান করেন। কেউবা চিকিৎসার নানা উপকরণ দিয়েছেন। লিটল মাস্টার খ্যাত শচীন এমনিতেই নানা দাতব্য প্রতিষ্ঠান এবং সামাজিক কর্কাণ্ডের সঙ্গে যুক্ত। মানবতার স্বার্থে বার বার এগিয়ে এসেছেন তিনি। অবশ্য অধিকাংশ ক্ষেত্রেই পর্দার নেপথ্যে থেকে যুক্ত থাকেন শচীন। করোনার বিরুদ্ধে লড়াইয়েও এগিয়ে এলেন তিনি। ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ দান করছেন সেঞ্চুরির সেঞ্চুরিয়ান। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশ্বজুড়ে এর প্রকোপে এখন পর্ন্ত প্রাণ হারিয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত প্রায় ৫ লাখ। SHARES আন্তর্জাতিক বিষয়: করোনাভাইরাসশচীন টেন্ডুলকার