কেন্দুয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪
কোহিনূর আলম।।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দ্যা ডেইলি স্টার ও দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে পুলিশের ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।রবিবার (২৫ নভেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান সাগর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হুমায়ুন প্রমুখ ।সমাবেশে বক্তারা বলেন, দ্যা ডেইলি স্টার ও দৈনিক প্রথম আলো ভারত ও ভারতে পলাতক আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের তোষামোদকারী ও অতি গুণকীর্তন কারী । যা কারোরই কাম্য নয় । গতকাল ঢাকায় দুই কার্যালয়ের সামনে এর প্রতিবাদ জানিয়ে একটি সমাবেশ অনুষ্টিত হয় । তখন তাদের উপর পুলিশ সদস্যরা যেভাবে চড়াও হয় এবং পুলিশ যে ভূমিকায় অবতীর্ণ হয় । তা খুবই নিন্দনীয় । বক্তারা আরো বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থান ছাত্র-জনতা ও বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে সংঘটিত হয়েছিলো । সেই আন্দোলন শেষ হয়ে যায় নি । সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।এছাড়াও এ সমাবেশে সরকারি সকল দপ্তরে ও জনসাধারণের উদ্দেশ্যে দ্যা ডেইলি স্টারও দৈনিক প্রথম আলো বয়কটের অনুরোধ জানানো হয় ।এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর ছাত্র শিবিরের সভাপতি কিরণ, উপজেলা বৈষ