গুরুদাসপুর উপজেলা ২ দিন ব্যাপী মাদকদ্রব্য অধিদপ্তরের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০২৪

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

এস এম পারভেজ তালুকদার।। ২৯/১১/২৪ ইং খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল  এই স্লোগানকে  সামনে রেখে  গুরুদাসপুর উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে   প্রীতি ফুটবল ম্যাচ  দুইদিন ব্যাপী আয়োজন হয়েছে, প্রথম দিনে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা প্রশাসন, ও জেলা  ক্রীড়া অফিস,  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব  সালমা আক্তার,   এছাড়াও উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব   মোঃ   আসাদুল ইসলাম ,  মোঃ লুৎফর রহমান,  উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর , নাটোর জেলা,  মোঃ  তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার   নাটোর ,  মোঃ  গোলাম সারোয়ার, অফিসার ইনচার্জ  গুরুদাসপুর থানা,  মেঘনাথ, ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ সেনাবাহিনী,  মোঃ  মিজানুর রহমান, ক্রীড়া সংগঠক ,  উক্ত  ফুটবল খেলায় যে দুটি  দল অংশগ্রহণ করেন  গুরুদাসপুর  উপজেলা একাদশ বনাম  লালপুর উপজেলা  ফুটবল  একাদশ ,   আজকের খেলা বিকেল ৩ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ,  উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে  অতিথিরা  মাদকদ্রব্য  বিষয়ে   ক্ষতিকারক  ও বিভিন্ন অপরাধের কথা তুলে ধরে  যুব সমাজকে  মাদক থেকে  দূরে থাকার  আহ্বান করেন ।  এবং  একই সঙ্গে  যুব সমাজকে  খেলাধুলার প্রতি  অনুপ্রাণিত  হওয়ার বিষয়েও  কথা বলেন।  মাদকদ্রব্য  সেবনে  মানুষের জীবনকে ধ্বংস করে দেয় ,  এজন্য  মাদক থেকে  সকলকে  দূরে থাকতে হবে ।  উক্ত খেলায় গুরুদাসপুর উপজেলা ফুটবল একাদশ  ১ গোলে লালপুর উপজেলা ফুটবল একাদশকে  পরাজিত করেন।  খেলা শেষে  বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেন  গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি  জনাব  মোঃ আসাদুল ইসলাম,  এসময় উপস্থিত ছিলেন  মোঃ লুৎফর রহমান , উপ-পরিচালক   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,  এবং  গুরুদাসপুর থানা অফিসার্স ইনচার্জ  মোঃ  গোলাম সারোয়ার,  সহ  খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা,  নাটোর জেলা  মাদক দব্য অধিদপ্তরের  সকল  কর্মকর্তা   এবং  সুধীজন  প্রমুখ।