নওগাঁয় বিসিবি আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
সাইফুল ইসলাম।।নওগাঁয় বিসিবি আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫ বিভাগীয় পর্যায়ে (বি) গ্রুপের খেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নওগাঁ জেলা ক্রিড়া সংস্থা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল।বি-গ্রুপে রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ এবং জয়পুরহাট জেলা।নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, নওগাঁ জেলা ক্রিড়া অফিসার আরিফুজ্জামান,জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক, জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিসিবির টিকেট কোচ সেলিম হোসেন সাবু, সাবেক ফুটবলার গোলাম রাব্বানী সাজ্জু, সাবেক ক্রিকেট খেলোয়ার রুহুল কুদ্দুস পলাশ, শামীনুর রহমান শামীম, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বি, মেহেদীসহ উভয় দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও বিভিন্ন অতিথিরা।আঞ্চলিক পর্যায়ের এই ক্রিকেট খেলার প্রথম দিন রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।