শিবচরে এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান- ট্রাক সংঘ-র্ষে আহত ৪ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪ আব্দুল গাফফার রাকিব ।। মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চরে এক্সপ্রেসওয়েতে একটি কাভার্ডভ্যানের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন, ঝিনাইদহের সদর উপজেলার পবোয়াটি গ্রমের শফিউল্লার ছেলে শাহীন আহমেদ (৩৮), গোপালগঞ্জের মুকসুদপুরের ভাটিয়াপাড়ার সুরুজ আলীর ছেলে জামান (৪৩), চট্টগ্রামের প্রদীপ চৌধুরীর ছেলে জুয়েল চৌধুরী (২২), এবং পিকআপ ড্রাইভার সুমন আহমেদ (৩০)হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর গোলচত্বর পাড় হচ্ছিল একটি কাভার্ডভ্যান। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী মালবাহী ট্রাকটি সড়কে উল্টে যায়। এতে আহত হয় চালক ও হেলফারসহ ৪ জন। আহতদের উদ্ধার করে প্রথমে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসক। দুর্ঘটনার পর কিছুসময় যানবাহন চলাচল ব্যহত হয়।মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ। SHARES সারা বাংলা বিষয়: