বেশি দামে রাসায়নিক সার বিক্রি করায় এক সার বিক্রেতাকে দশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪

জয়ন্ত কুমার সাহা।।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা লাহিড়ী বাজারে  এমওপি সার ও ডেপ সার ৫০ কেজি বস্তায় ১১৫০ টাকায় বিক্রির অপরাধে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারে মেসার্স অনুপম বীজ ভান্ডার স্বত্বাধিকার অজিত কুমার রায় কে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদ আরাফাত। এ সময় উপজেলা  কৃষি কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।সহকারী কমিশনার (ভূমি)  হুসাইন মুহাম্মদ আরাফাত বলেন, ‘বস্তা প্রতি ১০০ টাকায় এমওপি ও ডেপ সার বেশী বিক্রি, মূল্যতালিকা না থাকায়, দোকানেক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ না থাকায় ওই সার বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।২১ নভেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের পশ্চিম জামে মসজিদ সংলগ্ন এলাকায় আগুনে পেট্রোল ও গ্যাস  সিলিন্ডারের বিস্ফোরণে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। আনুমানিক সকাল ১০.০০ টার সময় এনামুল ট্রেডার্স (ডিজেল ও পেট্রোলের দোকান) হঠাৎ আগুনে সুত্রপাত ঘটে । স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট দীর্ঘ ২ ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বালিয়াডাঙ্গী থানার পুলিশ লোকজনের চাপ কমাতে ছুটে আসে । ফায়ার সার্ভিস সুত্রে জানা যায় , পেট্রোল যেহেতু দাহ্য পদার্থ মোবাইল রেডিয়েশন আগুনের কারণ হতে পারে তা  তদন্ত সাপেক্ষে জানা যাবে। একই সারিতে ২ টি পেট্রোল এবং গ্যাস এর দোকান থাকায় খুব দ্রুত ৮ দোকানে আগুন ছড়িয়ে পরে। ৮ টি দোকান তথা হিমালয় ট্রেডার্স ( আর এফ এল শোরুম) , এনামুল ট্রেডার্স ( দাহ্য পদার্থ) ,জাকির গ্লাস হাউস ( চশমা ও বই) ,মনজুর ভেন্ভার, খোরশেদ এন্টারপ্রাইজ ( পেট্রোল ও গ্যাস সিলিন্ডার) পানাঊল্লাহ মোটরস,তুহিন ফার্মেসি ( ঔষধ) , হোসেন (ভাতের হোটেল) ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষ্য করা যায়। ৮টি দোকানে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় ।এনামুল হকের সাথে কথা বলে জানা যায়, তার দোকানে নগদ পাঁচ লক্ষ টাকা সহ ৩০ তেলের ড্রাম পুড়ে যায়। অপরদিকে খোরশেদ আলমের ১০ গ্যাস সিলিন্ডার এবং ১০ ড্রাম তেল সহ প্রায় সব দোকানেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হঠাৎ এমন ক্ষয়ক্ষতিতে দিশেহারা আটটি দোকানের মালিক।