লালপুরে দুড়দুড়ীয়া ইউনিয়নে ভিজিডি কার্ড নিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে উত্তেজনা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
জামিরুল ইসলাম ।। লালপুরে দুড়দুড়ীয়া ইউনিয়নে ভিজিডির কার্ড নিয়ে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা সৃষ্টি হওয়ায় মিটিং না করে পরিষদ থেকে চলে গেলেন চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২০২৫- ২০২৬ সালের জন্য দুড়দুড়ীয়া ইউনিয়নে ২৪৫ টি কার্ড বরাদ্দ পেয়েছে ইউনিয়ন পরিষদ। এ কার্ডের বিপরীতে উপকারভোগী বাছাইয়ের জন্য চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ( ৮ ডিসেম্বর) ইউনিয়ন কমিটির মিটিং ডাকেন। মিটিং এ  দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি তাহমিদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান লোকজন নিয়ে আসে । তারা ৩০ ভাগ কার্ড দাবি করে।অন্যদিকে বিএনপির অপরকাংশের নেতারাও ৩০ভাগ দাবি করলে বিএনপি দু গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মিটিং না করে পরিষদ থেকে চলে যান। পরে ইউপি সদস্য ও তাইফুল ইসলাম টিপু গ্রুপের নেতা আব্দুল হান্নানকে রাজন – পাপ্পু গ্রুপের লোকজন চেয়ারম্যানের কক্ষ থেকে বের করে দেয়।
লালপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে