গুরুদাসপুর শহীদ সামসুজ্বোহা সরকারি কলেজ ছাত্র দলের আয়োজন আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

এস এম পারভেজ তালুকদার ।। আজ ১০ ডিসেম্বর  মঙ্গলবার   সকাল ১১ টার সময়  গুরুদাসপুর শহীদ সামসুজ্বোহা সরকারি কলেজ ছাত্র দলের আয়োজন আন্তর্জাতিক  মানবাধিকার দিবস ও বিলচলন শহীদ সামসুজ্বোহা সরকারি কলেজ ছাত্র দলের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, ও গুম-খুনের শিকার নেতাকর্মী মুক্তির দাবিতে এবং আ:লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকাণ্ড নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবীতে মানববন্ধন যথাযথ মর্যাদায়  অনুষ্ঠিত  হয়েছে, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন গুরুদাসপুর উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ সুজাউদ্দৌলা সুজন, মোঃ আরিফুল ইসলাম রবিউল, সদস্য সচিব উপজেলা ছাত্র দল, মোঃ শাকিল আহম্মেদ, সদস্য সচিব গুরুদাসপুর পৌর ছাত্র দল, মোঃ বিলাস আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কলেজ ছাত্র দল,মোঃ আকরাম হোসেন,  যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্র দল,  তোহা রহমান,কলেজ ছাত্র দল, রকিব,সদস্য সচিব কলেজ ছাত্র দল, রাতুল,কলেজ ছাত্র দল, মাজদুল, কলেজ ছাত্র দল, এসময় উপজেলা  ছাত্র দলের আহ্বায়ক মোঃ সুজাউদ্দৌলা সুজন  বক্তবে বলেন আওয়ামী লীগের শাসন আমলে নির্বিচারে  হত্যা, গুম, মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানি করেছে ১৫ টি বছর ধরে,  ৫ আগস্টের  ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানে  আওয়ামী লীগের সরকারের পতন হয়ছে, সেই  আন্দোলনে আমাদের ছাত্র দলের নেতা কর্মীরা  অংশ গ্রহন করেছিল, অনেকে শহীদ হয়েছে, আবার অনেকে আহত হয়ে অর্থের অভাবে  চিকিৎসা নিতে পারছে না তাদেকে আর্থিকভাবে সহযোগিতা করার  জন্য মধ্যবর্তী সরকারকে  আহ্বান করেন। একি সঙ্গে  সকল ছাত্র দলের নেতা কর্মীদের মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য  আবেদন করেন ছাত্র দলের নেতা কর্মীরা।