ইন্দুরকানীর চন্ডিপুরে ফাইনাল খেলা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪ কে এম আব্দুল কুদ্দুস।।পিরোজুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরে “আরাফাত রহমান কোকো স্মৃতি ৪ দলীয় হাডুডু টুর্নামেন্ট-২০২৪ ” ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ৫নং চন্ডিপুর ইউনিয়ন স্বেচ্ছা -সেবক দল কর্তৃক আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো:ফরিদ আহম্মেদ।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু।উপজেলা বিএনপির যগ্ন-আহ্বায়ক মাস্তান হাফিজ, এস এম সগীর।চন্ডিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো:আব্দুল হাই জোমাদ্দার।চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো:সাফায়েত হোসেন হাওলাদার।ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মো:দুলাল ফকির।উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো:আল-আমিন।প্রধান বক্তা ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য -সচিব মো:জুয়েল রানা। সর্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক মো:অহিদুল ইসলাম জোমাদ্দার, মো:জিয়াদুল ইসলাম মোল্লা।সভাপতিত্ব করেন, চন্ডিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো:রবিউল ইসলাম।সঞ্চালনায় ছিলেন,চন্ডিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য -সচিব মো:নাইম শেখ।উক্ত খেলায় অংশগ্রহন করে চরবলেশ্বর একাদশ ও বটতলা একাদশ। বটতলা একাদশ ২(দুই) গোল দেয় আর চরবলেশ্বর ০(শূন্য)গোলে হেরে যায়। বট তলা একাদশ দুই গোলে চ্যাম্পিয়ান হয়।প্রধান অতিথি বর্তমান তরুন যুবকদের কে মাদক, ইয়াবা, জুয়া ইত্যাদি নেশা থেকে ফিরিয়ে নিতে এ খেলার প্রতি আকৃষ্ট হওয়ার জন্য উদাত্ত আহ্বান করেন। SHARES সারা বাংলা বিষয়: