খানসামায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪
মো. আজিজার খানসামা।। দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার।উপজেলার গোয়ালডিহি বাজারের মেসার্স সুমন এন্টারপ্রাইজ ৫ হাজার, ভুল্লারহাটের  মেসার্স আসাদ এন্টারপ্রাইজকে ৮ হাজার, পাকেরহাটের কফিল এন্টারপ্রাইজকে ৩ হাজার, রিয়া ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজকে ২ হাজার, মেসাস কৃষি সম্ভার ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।দিনাজপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, মূল্য তালিকা না থাকা, ক্যাশ মেমো, বেবি ফুড ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার কারনে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।