পাঁচবিবির বাগজানাতে পাঁচ পিস সোনার বার সহ পাচারকারি আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪
মোঃ আবু সুফিয়ান মুক্তার।।জয়পুরহাটের পাঁচবিবির সীমান্ত এলাকা বাগজানায় অভিযান চালিয়ে ৫’পিস (৫.৮৩ গ্রাম) সোনার বার সহ পাচারকারীকে আটক করেছে আইনশৃংখোলা বাহিনি।যানা যার এই ৫ পিস বারের আনুমানিক মূল্য হচ্ছে প্রায় ৬৬ লক্ষ টাকা।আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে স্বর্নগুলো উদ্ধার করে। আটক যুবক মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোঃ বাবু মিয়া (২৫)।
জয়পুরহাট জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরের হিলি গামী অরিন বাস যোগে কয়েকজন সোনারবার সহ সীমান্ত এলাকায় আসছে এমন গোপন সংবাদ আসে। এমন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সদস্যরা উপজেলার বাগজানা সীমান্তে অভিযান চালায়। ঢাকা-মেট্র-ব=১২-৩৪৮৪ নং অরিন বাসের এক যাত্রীর আচরন সন্দেহ হলে তার শরীর তল্লাসী করা হয়। অভিযানকালে অভিনব কায়দায় তার পায়ের জুতার ভিতর লুকিয়ে রাখা ৫’পিস সোনারবার উদ্ধার করা হয়।