কালীগঞ্জের সাংবাদিক মোস্তফা জলিলের ইন্তেকাল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪ মোঃ সোহাগ আলী ।।ঝিনাইদহের কালীগঞ্জের সাংবাদিক দৈনিক নবচিত্রের উপদেষ্টা সম্পাদক মোস্তফা আব্দুল জলিল (৭০) ইন্তেকাল করেছেন (ইনা লিল্লাহি ওয়া ইনাইলাহী রাজিউন)।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কিডনি জনিত সমস্যায় যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়। কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল জলিল কর্ম জীবনে মোবারকগঞ্জ চিনিকলের অবসর প্রাপ্ত সিআইসি ছিলেন।তিনি দৈনিক দিনকাল সহ বিভিন পত্র পত্রিকায় সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক জীবনে তিনি সাবেক ছাত্রনেতা ও বিএনপির কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক ছিলেন। মত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বুধবার বেলা ১১ টায় শহীদ নুর আলী কলেজ মাঠে মরহুমেরজানাজা নামাজ শেষে নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় বিএনপির ঝিনাইদহ জেলা, কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও স্থানীয় সাংবাদিকগন অংশ নেয়। SHARES সারা বাংলা বিষয়: