সিরাজগঞ্জ চৌহালীতে ৩ জানুয়ারি হতে ঐতিহ্যবাহী খাজা এনায়েতপুরী (রঃ) ওরস

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪

হাফিজ মোহাম্মদ হক।। উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় নেতা, ১২শ’ পীর আওলীয়ার খলিফা, ওলিয়ে-কামেল সিরাজগঞ্জের চৌহালীতে হযরত শাহ্ সুফি খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ)-এর ঐহিত্যবাহী ১১০তম বাত্সরিক ওরস আগামী ৩ জানুয়ারি হতে অনুষ্ঠিত হবে। ৩ দিনব্যাপী ওরসের ৫ ই জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে। এ উপলক্ষে সারাদেশ থেকে প্রায় লক্ষাধিক মানুষের আগমনে মুখরিত হবে এলাকা। তাই দরবার শরীফ কর্তৃপক্ষ  আগে থেকেই বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে।এছাড়া দরবার শরীফ কর্তৃপক্ষ থেকে প্রতি বছরের ন্যায় আগত ভক্তদের সার্বিক নিরাপত্তা প্রদানে নেওয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জাকেরদের সার্বিক নিরাপত্তা মনিটরিং-এর জন্য মাজারের উল্লেখযোগ্য স্থান এবং চারটি গেটে বসানো হবে অন্তত অর্ধশত সিসি ক্যামেরা। আগামী ৫ ই জানুয়ারি রবিবার দরবার শরীফের বর্তমান গদ্দিনশিন হুজুর পাক হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়া আখেরি মোনাজাত পরিচালনার মাধ্যমে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে এই ধর্মীয় মহাসমাবেশের সমাপ্তি ঘটবে।