সখিপুরে স্বাধীন বাংলা মেধাবৃত্তিতে অর্ধশতাধিক স্বর্ণ ও রৌপ্যপদক প্রদান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

জাকির হোসাইন।। ০৮ জানুয়ারি সখিপুর উপজেলার খালিয়ারবাইদে স্বাধীন বাংলা গোল্ডেন মেধাবৃত্তি ২০২৪ এর বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের স্বর্ণপদক এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের রৌপ্যপদকসহ বৃত্তি প্রাপ্ত সকলকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ক্লাবের সভাপতি সমির হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন, প্রতিষ্ঠাতা আমির আল মামুন, অতিথিবৃন্দ, রহিম উদ্দিন কিন্ডারগার্টেন এন্ড ইসলামিক স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানগণ। সংবাদের গুরুত্বপূর্ণ লাইন: বৃত্তি পরিচালনা কমিটির সদস্য সচিব নাইম হাসানের সাথে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই স্বাধীন বাংলা ক্লাব উপজেলার প্রত্যন্ত গ্রাম খালিয়ারবাইদসহ আশেপাশের গ্রামগুলোতে শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এটি তাদের চতুর্থ বৃত্তি আয়োজন। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হওয়া এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। তাদের মধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং সাধারণ বৃত্তির কাম্য যোগ্যতা অর্জন করে। অনুষ্ঠানে উপস্থিত হওয়া বিশিষ্টজনেরা বলেন, আগামীর বাংলাদেশ হবে মেধা ও যোগ্যতা নির্ভর। তাই আমাদের শিক্ষার্থীদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এরকম শিক্ষা বান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।ছবির ক্যাপশন: ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত মুনিয়া ইসলামকে স্বর্ণপদক ও ক্রেস্ট তুলে দিচ্ছেন অধ্যক্ষ মেহেদী হাসান জুয়েল।