তাড়াশে তিন সপ্তাহে কৃষকের ২৪ শ্যালো মেশিন চুরি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ ইকবাল হাসান শাকিল।। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তিন সপ্তাহে ২৪টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। মাগুরা বিনোদ ইউনিয়নের বিল নাদোসৈয়দপুর গ্রামে ৯টি, একই এলাকার বাটগাড়ি গ্রামে ৭টি এবং মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামে ৮ টি শ্যলো মেশিন চুরির ঘটনা ঘটে। কৃষক সেচ ব্যবস্থা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। ভুক্তভোগী কৃষকরা জানান, বুধবার (৮ জানুয়ারি) সকালে কৃষক রফিকুল মন্ডল তার জমিতে পানি সেচ দিতে এসে দেখে তার বসানো একটি শ্যালো মেশিন নেই। পরে তিনি আশপাশে বিভিন্ন স্থানে খোঁজ করেন। এসময় একই গ্রামের কৃষক জামাল উদ্দিন, কাউসার হোসেন, খালেদ আলী, জাহিদুল ইসলাম, নুর ইসলাম, আলাউদ্দিন ও নাজমুল হকসহ বিভিন্ন কৃষকের অন্তত ২৪টি শ্যালো মেশিন চুরি হয়। পরবর্তীতে কৃষকরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। তারা ধারণা করছেন, চোরচক্র সংঘবদ্ধ ভাবে শ্যালো মেশিনগুলো চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, আমরা মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। SHARES সারা বাংলা বিষয়: