বানারীপাড়ায় মাদক সম্রাট শাকিলকে গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ মোঃ আছিবুল ইসলাম।। দক্ষিণবঙ্গের শীর্ষ মাদক ব্যবসায়ী এবং অসংখ্য মাদক মামলার আসামি শাকিল কে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। গত শুক্রবার (১০ই জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক রুবেল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বানারীপাড়া উপজেলার মহিষাপোতা গ্রাম থেকে শাকিলকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী শাকিল বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের নিবাসী মোঃ আফসের হোসেন হাওলাদারের ছেলে। অত্র এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেলের প্রধান প্রতিনিধি হিসেবে কাজ করতো শাকিল। কিন্তু তাদের অভ্যন্তরীণ ঝামেলাকে কেন্দ্র করে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে শাকিল এবং তার স্ত্রী মীম দুজন মিলে পুরো বানারীপাড়া উপজেলা সহ আশেপাশের উপজেলার এলাকাগুলোতেও মাদক সাপ্লাই দেয় তারা। এর পূর্বেও গত (৫ নভেম্বর) মঙ্গলবার বেলা ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক আল-মামুনের নেতৃত্বে মাদক সম্রাট শাকিলের বাড়ি থেকে ৪ কেজি গাঁজাসহ শাকিলের স্ত্রী মীমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে শাকিলের স্ত্রী মিমকে ১ নম্বর ও শাকিলকে ২ নং পলাতক আসামি করে থানায় একটি মাদক মামলা দায়ের হয়। সন্তানের এহেন কর্মকান্ডের জন্য শাকিলের পিতা মোঃ আফসের হোসেন তীব্র লজ্জিত হয়েছেন। এবং তিনি প্রসাশনের কাছে নিজ সন্তারের কঠোর থেকে কঠোর শাস্তি দাবি করেছেন। বানারীপাড়া থানার বর্তমান অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা অত্র থানায় যোগদানের পরেই মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। এছাড়াও তিনি বলেছেন, মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনানুগ প্রক্রিয়া আমাদের অব্যাহত থাকবেই। এলাকার জনগন জানান, পুলিশ প্রশাসনের এ দ্বারা অব্যাহত থাকতে অচিরেই বানারীপাড়া পুরোপুরিভাবে মাদক মুক্ত হবে। SHARES সারা বাংলা বিষয়: