বান্দরবান তারাছায় দুর্বৃত্তের গুলিতে নারী আহত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫ দীপংকর মল্লিক।। বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তদের গুলিতে উমে প্রু মারমা (৩৪) নামে এক নারী আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হিমাগ্রীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত উমে প্রু মারমা ওই এলাকার রুমেল তঞ্চঙ্গার স্ত্রী বলে জানা যায়। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ওই নারীকে বান্দরবন সদর হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান উনুমং মারমা ও রোয়াংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শুভ্র মুকুল চৌধুরী জানান, ছেলেকে আনার জন্য রবিবার বান্দরবান শহর থেকে উমে প্রু মারমা হিমাগ্রীপাড়ায় যান। সেখানে একটি সালিশি বৈঠকে অংশগ্রহণ করেন।সোমবার সকালে বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। তিনি আরো জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আসামিদের খুঁজে বের আইনের আওতায় আনা হবে। SHARES সারা বাংলা বিষয়: