মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন না মঞ্জুর

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

মোঃ মিনারুল ইসলাম। । গত কাল সোমবার ১৩ই জানুয়ারি ২০২৫ ইং নেত্রকোনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র জনাব  লতিফুর রহমান রতন ও উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব  শহীদ ইকবাল,উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত,বরকাশিয়া বিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন রতন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পুলক মিয়া, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক বাদল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ চৌধুরী, ওলামা লীগ নেতা সৈয়দ তপন, ছাত্রলীগ নেতা দবির উদ্দিন,আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান, রুহুল আমিন, হাবিবুর রহমান ছোট্ট মিয়া,মাজহারুল ইসলাম ও রহিছ মিয়া সহ ১৫ জন আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ জামিন আবেদন না মঞ্জুর করেন বিচারক এস এম রাজিবুল হাসান। এ তথ্য নিশ্চিত করেন তাদের আইনজীবী অ্যাডভোকেট মোজাহিদ হোসেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,গত ১৮ই জুলাই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করেন।এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও তাদের সহযোগী সংগঠনের নেতৃত্বে উক্ত মিছিলে হামলা চালানো হয়।পরে রেল রেলস্টেশনের পাশে পৌর বিএনপির আহবায়ক টেংগাপাড়া নিবাসী জনাব মো:ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরবর্তীতে সরকার পতনের পর গত ২৮ সেপ্টেম্বর ফজলুল হক মাসুম বাদী হয়ে মোহনগঞ্জ থানায় ২৯জনকে এজাহার ভুক্ত করে আরো ও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে ভাঙচুর,লুটপাট,সন্ত্রাস, চাঁদাবাজি ও বিস্ফোরক মামলা  দায়ের করেন। পরে এ মামলায় পুলিশ উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মামুন সহ কয়েকজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। অন্যান্য আসামিরা উচ্চ আদালতে ছয় সপ্তাহের জামিন আনেন।জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল নিম্ন  আদালতে হাজিরা দেন। এ সময় আদালত তাদের জামিন আবেদন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।