শ্যামনগরে ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

মোঃ আরিফুজ্জামান আরিফ।।  শ্যামনগরে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে শ্যামনগর উপজেলার রমজাননগর বড় ভেটখালী মুন্ডা পল্লী সংলগ্ন মাঠে এ মোরগ লড়াই খেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এ মোরগ লড়াই দেখতে হাজারো মানুষের সমাগম ঘটে। স্থানীয় মুণ্ডা সম্প্রদায়ের উদ্যোগে মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাড়াও আশপাশের এলাকা থেকে প্রতিযোগিরা প্রতিযোগিতাস্থলে মোরগ নিয়ে হাজির হন। প্রতিযোগিতায় প্রায় এক থেকে দেড় হাজার মোরগ দিনভর জমজমাট লড়াইয়ে মেতে ওঠে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কৈখালী এলাকার অচিন্ত্য মন্ডল বলেন, আমি অনেক বছর ধরে এখানে এই লড়াইয়ে অংশগ্রহণ করি। এছাড়াও আমাদের এলাকার অনেকে এখানে এই খেলায় অংশগ্রহণ করতে এসেছে। ফলে আমরা এই লড়াই এর জনয় প্রশিক্ষণ দিয়ে মোরগ পালন করি। দেশের নানা প্রান্তে খেলা হলে আমাদের আমন্ত্রণ জানানো হয়। আমরা এই খেলাকে ধরে রেখেছি। এখানে এসে আমাদের ভালো লেগেছে এত মানুষ আমাদের মোরগের এই খেলা উপভোগ করেছে। শ্যামনগর উপজেলা সদর থেকে মোরগ লড়াই দেখতে আসা একব্যাক্তি বলেন, আমাদের দেশে গ্রামীণ লোকজ খেলা হিসেবে বিভিন্ন খেলার প্রচলন ছিল। কাবাডি, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই ইত্যাদি খেলাগুলো এখন প্রায় বিলুপ্তর পথে। মুরুব্বিদের কাছে প্রায়ই যে হারানো ঐতিহ্যের কথা শোনা যায়, এই মোরগ লড়াই ছিল সেই ঐতিহ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম এই এলাকায় এই ঐতিহ্যবাহী মোরগ লড়াই হচ্ছে এজন্য চলে আসলাম এবং দেখে খুব ভালো লাগলো। মোরগ লড়াই আয়োজক কমিটির প্রধান সুশান্ত মুন্ডা জানান, পৌষের শেষ দিনে পৌষ সংক্রান্তি উৎসবের সঙ্গে সাকরাইন উৎসবের অংশ হিসেবে সুদীর্ঘকাল ধরে মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে এক থেকে দেড় হাজার মোরগ নিয়ে প্রতিযোগীরা অংশ নেন।