উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় গৌরব অর্জন করেছে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

হাফিজ মোহাম্মদ হক।। উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় গৌরব অর্জন করেছে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। অভিনন্দন জানিয়েছেন খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সেলিম রেজা ও  প্রধান শিক্ষক উম্মে হানি মলি  স্কুল এবং কলেজ পর্যায়ের বিজয়ী সকল শিক্ষার্থীদের। দুটো দলই বিজয় ছিনিয়ে এনেছে  খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে দুটো টিমের সকল প্রতিযোগিদের জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা। খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক উম্মে হানি মলি,বলেন  কলেজ দল তার প্রতিপক্ষকে হারিয়ে দিয়ে বিতর্কে জয়ী হয়ে সক্ষমতার পরিচয় দিয়েছে। তবে আন্তস্কুল দলটি মোট ৬ টি দলের সাথে বিতর্ক করে বিজয় গৌরব অর্জনের মাধ্যমে এবারেও প্রথম স্থানের পাশাপাশি চ্যাম্পিয়নশিপ এ্যওয়ার্ড অর্জন করেছে। প্রধান শিক্ষক উম্মে হানি মলি আরো বলেন যে  খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি এই বিতর্ক প্রতিযোগিতার সাক্ষী হতে পেরে খুবই আনন্দিত  চৌহালী উপজেলা শিক্ষা অফিস ( হল রুম)। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি খাজা ইউনুছ আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের  এর সম্মানিত পরিচালনা পর্ষদ  এর  দের প্রতি বিশেষ করে ভাইচ চেয়ারম্যান। তারুণ্যর উৎসব -২০২৫ ইং কে সামনে রেখে উপজেলা পর্যায়ে, উপজেলা প্রশাসক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন। আয়োজকদের ধন্যবাদ জানাই অধ্যক্ষ মোহাম্মদ সেলিম রেজা ও প্রধান শিক্ষক- উম্মে হানি মলি – খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। এনায়েতপুর, চৌহালী সিরাজগঞ্জ।