দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫- শুভ উদ্বোধন আগামীকাল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫ মন্ডল মোঃ আলিফ আল মারজান।। দিনাজপুরে শিল্প, বাণিজ্য এবং সংস্কৃতির সমন্বয়ে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে “দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫”। জেলার ঐতিহ্যবাহী এ মেলা প্রতি বছরের মতো এবারও শহরের প্রধান প্রদর্শনী মাঠে অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক।এছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিল্প উদ্যোক্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উদ্বোধনী দিনটি হবে বর্ণাঢ্য আয়োজনে পরিপূর্ণ, যেখানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, প্যারেড, এবং আতশবাজির প্রদর্শনী।দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রায় ২০০টি স্টল অংশগ্রহণ করছে। এখানে দেখা যাবে। কাঠের আসবাব, নকশিকাঁথা, ও মাটির শিল্প। আধুনিক কৃষি সরঞ্জামের প্রদর্শনী। দিনাজপুরের বিখ্যাত কাটারিভোগ চাল, লিচু ও বিভিন্ন ঐতিহ্যবাহী খাদ্যদ্রব্য। ব্র্যান্ডের নতুন পণ্য এবং অফার। প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় শিল্পীদের পাশাপাশি জাতীয় পর্যায়ের সেলিব্রিটিরা পরিবেশনায় অংশ নেবেন। এ ছাড়া শিশুদের জন্য আলাদা বিনোদন ব্যবস্থা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। মেলাটি চলবে আগামী ১ মাসব্যাপী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে। দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য হলো স্থানীয় ব্যবসা-বাণিজ্যকে উত্সাহিত করা, উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি করা এবং ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করা। এই মেলার মাধ্যমে দিনাজপুরের ঐতিহ্য ও সংস্কৃতি সারা দেশে পরিচিতি লাভ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। আপনারা সবাই আমন্ত্রিত! দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫-এ যোগ দিন এবং এই উৎসবের অংশ হন। SHARES সারা বাংলা বিষয়: