নওগাঁর সাপাহারে রাস্তায় গাছ ফেলে ছিনতাই

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

সাইফুল ইসলাম।। নওগাঁয় সন্ধ্যা রাতে গাছ কেটে রাস্তায় উপর ফেলে দুর্ধর্ষ  ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় স্থানিয় জনতা ছিনতাইয়ে জড়ীত থাকার সন্দেহে ৪ জনকে আটক পূর্বক থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। দুর্ধর্ষ ছিনতাই এর ঘটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার বাহাপুর টু পিছলডাঙ্গা পাকা রাস্তায়। ছিনতাইকারীদের কবলে পড়া প্রত্যক্ষদর্শি মারফত জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যার পর পিছলডাঙ্গা, ধবলডাঙ্গা, মধ্যপাড়া শাহাবাজপুর এলাকার বিভিন্ন পথচারী ঐ রাস্তাদিয়ে সাপাহার উপজেলা সদর হতে বাসায় ফিরছিলেন। অনুমান সন্ধ্যা ৭টা থেকে সারে ৭টার মধ্যে পথচারীরা বাহাপুর টু পিছলডাঙ্গা রাস্তার সাতাশিডাঙ্গা নামক এলাকায় পৌছিলে এসময় হঠাৎ করেই রাস্তার উপর গাছ কেটে ফেলে পথচারীদের পথরোধ করে ১৫-২০ জনের একটি ছিনতাইকারীর দল হাসুয়া ও লাঠিসোটা হাতে রাস্তায় উপরে ওঠে পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ লুটপাট করে নেওয়ার পর তাদের রাস্তার পাশের আম বাগানের মধ্যে নিয়ে একটি ঘরে আটক রাখে এবং পরে আসা আরো ১০-১৫ জন পথচারীদের কাছ থেকেও একই কায়দায় মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করেন। প্রায় এক ঘন্টা ধরে রাস্তায় বেরিকেট দিয়ে পথচারীদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করার পর আম বাগানের মধ্যে থাকা ঘরের ভেতর আটকিয়ে রাখেন। এক পর্যায়ে পাশের গ্রামের লোকজন টেরপেয়ে এগিয়ে আসলে এসময় ছিনতাইকারীর দল ঘটনাস্থল হতে পালিয়ে যাওয়ার সময় ৪ জনকে জনতা আটক করেন।আটককৃত ৪ জন হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ঘুড়িয়া পাড়ার রাম কমল রায়ের ছেলে মিলন রায় (২৬), দিবর বাজারী পাড়ার বদির উদ্দীনের ছেলে ফারুক হোসেন (২৮), খোট্রাপাড়ার গোলে রহমানের ছেলে মোহামমাদ উম্মেদ (২৪), ও মোশারফ হোসেন এর ছেলে মাসুম (২৪)। ঘটনাটি স্থানীয়রা থানায় জানালে রাত সারে ১০টারদিকে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে জনতা কর্তৃক আটককৃত ৪ জনকে থানা হেফাজতে নেয়।তবে ছিনতাই ঘটনায় গ্রামবাসীর মধ্যে থেকে কেউ বাদী হয়ে মামলা দায়ের করতে না আসায় ধৃত ৪ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক।