বিরামপুরে বিশেষ অভিযানে ১২টি সোনার বারসহ এক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫ মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল ।। দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর বাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২টি সোনার বারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ২০ জানুয়ারি ২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় বিরামপুর থানা পুলিশের অভিযানে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত সোনার বারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ১৮ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম জয়দেব মহন্ত (৪৩), তিনি বগুড়া জেলার আদমদিঘী উপজেলার চাপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম গিরেন মহন্ত। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়দেব মহন্তকে আটক করা হয়। তার কাছ থেকে ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে, যা অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে প্রশাসনের কড়া নজরদারি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: