রাজশাহী কলেজ ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের উপচে পরা ভীর

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
নিরব হাসান ইব্রাহিম  ।। রাজশাহী কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী কলেজ শাখার আয়োজনে চলছে নববর্ষ প্রকাশনা উৎসব। এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উদ্দীপনা ও উন্মাদনা। প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের জন্য শুধু বই কিনা নয়, বরং স্টলে বসে বিভিন্ন বই মনোযোগ সহকারে পড়ারও ব্যবস্থা রয়েছে। মেলার স্টলগুলো সজ্জিত করা হয়েছে দৃষ্টিনন্দন লাইটিং ও রঙিন আলোর সাজে, যা সন্ধ্যার সময় পুরো এলাকায় এক ভিন্ন আবহে রাঙিয়ে তুলছে। রাজশাহী কলেজের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত নববর্ষ প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের বিভিন্ন ইসলামিক বই পড়তে লক্ষ করা যায়। নববর্ষ প্রকাশনা উৎসবে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির প্রকাশনা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ধর্মীয় ও ইসলামিক বই এবং ছাত্রশিবিরের সিলেবাস অনুসারে ইসলাম ভিত্তিক বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। শিবির প্রকাশিত বর্ষপঞ্জি, ডায়েরি ও শিবিরের পাঁচদফাও সেখানে রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পড়ার জন্য শিবিরের কর্মী সিলেবাস, সাথী সিলেবাস ও সদস্য সিলেবাস এর বই স্টল আকারে প্রকাশ করে রাজশাহী কলেজ ছাত্রশিবির।  নববর্ষ প্রকাশনা উৎসবটি গত শুক্রবার (১৭ জানুয়ারি) উদ্বোধন করা হয় এবং আগামী বুধবার (২২ জানুয়ারি) ৫দিন ব্যাপি উৎসবটির কার্যক্রম চলমান থাকবে। ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার উৎসবটি সম্পর্কে বলেন, এখানে ধর্মীয় বইসহ ক্যারিয়ার বিষয়ক বই রয়েছে, যা মানসিক চিন্তা শক্তির বিকাশ ঘটাতে সহায়ক। পাশাপাশি শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার বাহিরে অন্যান্য বিষয়ে জ্ঞান লাভ করতে পারছে যা আমার কাছে ভালো লেগেছে।অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, বইমেলার এই আয়োজন আমাদের জন্য উপকারী। এতোদিন আমরা ইসলামী ছাত্রশিবির কে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিভিন্ন ভাবে জেনেছি। আমাদেরকে বিগত সরকার শিবির জংগী বলে ধারণা দিয়েছে। যার প্রভাব গোটা দেশে পরেছিল। কিন্তু এই বইমেলা কার্যক্রম আমাদের মাঝে ইসলামী ছাত্রশিবির সম্পর্কে ইতিবাচক ভাবনা সৃষ্টি করেছে। একাদশ শ্রেণীর শিক্ষার্থী অঙ্কুশ সরকার বলেন, এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারছি। মেলায় বিভিন্ন প্রকাশনীর বই রয়েছে যা সবধরনের বই প্রেমীদের জন্য অনেক উপকারী। এ বিষয়ে রাজশাহী কলেজের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাসান মাহমুদ জানান, আমাদের এই বই উৎসবটি আয়োজন মূলত রাজশাহী কলেজ ইসলামী ছাত্রশিবিরেের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য। ইসলামী ছাত্রশিবির মূলত একটি ক্রিয়াশীল ছাত্রসংগঠন এবং আমাদের ২০০টির অধিক প্রকাশনী রয়েছে। আমাদের প্রকাশনা উৎসবে রয়েছে ইসলামী ছাত্রশিবির এর সংবিধান, কর্মপদ্ধতি, মানব জীবন বিধান সহ কিভাবে ইসলামী ছাত্রশিবির পরিচালিত হয় তারই ধারা। পাশাপাশি রয়েছে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বই এবং একজন আদর্শ মুসলিম হিসেবে করণীয় কি এমন বিভিন্ন বিষয়ের বই। তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এবং শিক্ষার্থীদের বিভিন্ন কল্যাণমূলক বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে।এছাড়াও তিনি সাধারণ শিক্ষার্থীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, চব্বিশ এর গণঅভ্যুত্থানে শহীদরা যে সোনালী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে শিক্ষার্থীরা যেন সেটা রক্ষায় এগিয়ে আসে। শুধু রাজশাহী কলেজ নাহ গোটা রাজশাহীতেই এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। রাজশাহীতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বই মেলা লক্ষ করা যায়। তবে কখনো ইসলামি বই প্রকাশনার মাধ্যমে সাধারণ মানুষের সামনে উপস্থাপন হয়নি।  প্রকাশনা উৎসবের বিষয়ে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার এখনো সেখানে গিয়ে বই পড়ার সুযোগ হয়নি। সেখানে কি ধরণের বই রয়েছে তা আমি জানিনা। তবে দেখেছি সেখানে বই উৎসবের আয়োজন করা হয়েছে এবং দেখলাম আলী রায়হান নামে একটি গেট করা হয়েছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তিনি আরো বলেন, প্রকাশনার বিষয়টি প্রশংসনীয় এবং বই মানুষকে আলোকিত করে। তাই প্রকাশনা উৎসবের মাধ্যমে বিভিন্ন লেখকের বই মানুষের হাতে তুলে দেওয়া একটি মহৎ কাজ।