শ্যামনগরে ইকোসিস্টেম এ্যাকশন বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫ মোঃ আরিফুজ্জামান আরিফ।। বু-ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় ইকোসিস্টেম এ্যাকশন বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে কমিউনিটি ডেভেলপ সেন্টার (কোডেক) এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরসহ উপজেলার ১০টি ইউনিয়নের ৩০ জন তরুণ-তরুনী। কর্মশালায় কোডেকের প্রকল্প ব্যবস্থাপক সোহরাব হোসেন, প্রকল্প অফিসার রাসেল আমিন এবং ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন বক্তব্য রাখেন। ইকোসিস্টেমের পুনরদ্ধার এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষয় বা দুষণ রোধ করে দেশ ও প্রকৃতির সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য যুব সমাজের ভূমিকা এবং করণীয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত কর্মশালার মাধ্যমে শ্যামনগর উপজেলার পরিবেশগত এবং ইকোসিস্টেম বিষয়ক সমস্যা চিহ্নিত করা হয় এবং পরবর্তী ৬ মাসের জন্য যুবকদের অংশগ্রহণে উক্ত সমস্যা সমাধানের পরিকল্পণা তৈরি করা হয়। অস্ট্রেলীয়ন এইড এবং দাতা সংস্থা অক্সফাম-ইন বাংলাদেশ সহায়তায় কক্সবাজার, সাতক্ষীরা এবং খুলনা জেলায় চলমান প্রকল্পটির অধিনে গ্রীণ বিজনেস পরিকল্পনা তুলে ধরেন সোহরাব হোসেন। SHARES সারা বাংলা বিষয়: