বদলগাছীতে জাতীয়তাবাদী কৃষকদলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
সৈকত সোবাহান ।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩মাসব‍্যাপী দেশের প্রতিটি ইউনিয়নে কৃষকদের সকল প্রকার সমস্যা জানতে ও কৃষকদের ঐক্যবদ্ধ করতে কৃষকদলের নেতৃত্বে নওগাঁর বদলগাছী উপজেলা সদর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ২৪শে জানুয়ারি সকাল সাড়ে ১১টা বদলগাছী ইউনিয়ন  কৃষকদলের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস‍্য রবিউল ইসলামের সঞ্জালনায়  কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিদের্শনায় গত ১০ই নভেম্বর থেকে ৩মাস পর্যন্ত দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে কৃষি সংক্রান্ত সমস্যাগুলো জানার চেষ্টা করা হবে। পরবর্তীতে জনগণের সমর্থনে সরকার গঠনের পর কৃষকদের সেসব সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামল প্রতিবারই আমরা কৃষকদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছি। কৃষিক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করেছি। খালেদা জিয়ার সময়ে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ছিল। জনগণের সমর্থনে সরকার গঠনের পর কৃষকদের সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি। কৃষকবান্ধব সরকার গঠন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে আমাদের উৎপাদন বাড়াতে হবে।আমরা প্রতিটি জিনিসের দাম কমাতে চাই। কৃষকের পানির সুবিধা, সংরক্ষণ ও মাটির নিচে পানির ব্যবহার কমাতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও শুরু করবে। এছাড়াও কৃষি খাতে দৃষ্টি দেয়ার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্যোগ নেওয়া হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী, বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু ও সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু মুসা, উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক নানু রহমান, উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের  ১নং সদস‍্য সচিব সমুন হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম হালিম,সাইদুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক বেনজির আহম্মেদ,প্রচার সম্পাদক আবু রায়হান গিটার,ক্রীড়া সম্পাদক ইউনুছার রহমান, সাইদুর রহমান পিন্টু, ইউনিয়নের কৃষকগণ।