গাজীপুর সৃষ্টি স্কুল চন্দ্রা শাখায় পিঠা উৎসব

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

নাজমুল হক।। গাজীপুর সৃষ্টি স্কুল প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হলো শীতকালীন পিঠা উৎসব। বাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদ ও সংস্কৃতি ছড়িয়ে দিতে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  হাজী শফিকুল ইসলাম চান মিয়া(সাবেক কমিশনার ৫ নং ওয়ার্ড কালিয়াকৈর পৌরসভা), মোঃ বেলায়েত হোসেন (সাবেক কমিশনার ৫ নং ওয়ার্ড কালিয়াকৈর পৌরসভা), মো: বায়োজিত হোসেন (সভাপতি, কালিয়াকৈর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও সিনিয়র সহ-সভাপতি কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতি), নাজমুল হক (প্রধান শিক্ষক, গ্রাম বাংলা বিদ্যালয় ও সাধারণ সম্পাদক কালিয়াকৈর পৌর মাধ্যমিক  শিক্ষক সমিতি,হাজী মো: সফিজ উদ্দিন (পরিচালক, সামি মডার্ন স্কুল ও যুগ্ম সম্পাদক কালিয়াকৈর পৌর  মাধ্যমিক শিক্ষক সমিতি),মোঃ আবু ইউসুফ (অধ্যক্ষ ও পরিচালক , আফাজ উদ্দিন মোল্লা স্কুল এন্ড কলেজ), মো:আরিফুল ইসলাম, (পরিচালক,খবির উদ্দিন পাবলিকস্কুল), মোহাম্মদ লোকমান হোসেন (প্রতিষ্ঠাতা ও পরিচালক ব্রাইট স্টার মডেল স্কুল),মোঃ শাহিন আলম (সিনিয়র শিক্ষক, গ্রাম বাংলা বিদ্যালয়) সহ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উৎসবে প্রদর্শিত পিঠাগুলোর মধ্যে ছিল পুলি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, জামাই পিঠ, নকশী পিঠা,চিতই পিঠাসহ  ৪০ ধরনের বাহারি পিঠা। প্রতিটি স্টল সজ্জিত ছিল নান্দনিকভাবে, যা উৎসবের আনন্দ দ্বিগুণ করে তুলেছিল। শিক্ষার্থীরা পিঠা তৈরি ও পরিবেশনায় সক্রিয় অংশ নেয়, যা তাদের মধ্যে ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছে। স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মো: আজহারুল ইসলাম লিখন  জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাংলার সংস্কৃতি সম্পর্কে সচেতন করবে এবং শৈশবের স্মৃতি আরও রঙিন করবে। উৎসব শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় গান, নৃত্য ও কবিতা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যের চর্চা অব্যাহত রাখতে অনুপ্রাণিত করে।