দীর্ঘ ২০ বছর পর আজ দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫ মন্ডল মোঃ আলিফ আল মারজান । । দীর্ঘ ২০ বছর পর, আজ ২৫ জানুয়ারি ২০২৫খ্রিঃ, দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কর্মী সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনটি সফল করতে জেলা শহর ও উপজেলাগুলোতে মিছিল, মিটিং, সভা-সমাবেশসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনস্থল পোস্টার, ফেস্টুন, লিফলেট ও ব্যানারে সজ্জিত করা হয়েছে, স্থাপন করা হয়েছে তোরণ ও গেট। শতাধিক মাইকের মাধ্যমে প্রচার কার্যক্রম চালানো হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন। সম্মেলন উপলক্ষে দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। যেখানে শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন বলেন- “আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ।” উল্লেখ্য, দিনাজপুরে সর্বশেষ জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে। দীর্ঘ দুই দশক পর এই আয়োজনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: