লালপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তুমুল সংঘর্ষে জামায়াত ইসলাম ও বিএনপি সমর্থিত তিন ব্যক্তি।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
মোঃশাহ্ জালাল মাসিম।।  নাটোরের লালপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তুমুল সংঘর্ষে জামায়াত ইসলাম  ও বিএনপি সমর্থিত তিন ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন। রোববার উধনপাড়া গ্রামে( উত্তর) মাঠে এ ঘটনা ঘটেছে বলে প্রতক্ষদর্শীরা জানান। জামায়াত কর্মী আবদুল গফুর (৭০):পিতাঃ মৃত তাছের মন্ডল  ও আঃ লতিফ (৭০): পিয়ার মোল্লার ছেলে যিনি বিএনপি’র সমর্থক।এছাড়া আরো ছিলেন গাজিউর রহমান (৫০): পিতাঃ আঃ জলিল। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ যুবলীগ নেতা ওবায়দুল ইসলাম মন্টু এবং তার সহযোগী শামীম, ওয়াদুদ, ও সাবিনা আক্তারের সঙ্গে আঃ লতিফ পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে । আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গুরুতর আহত গফুরকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।অপর দুজন গাজিউর ৫ নং ও লতিফ ৩১ নং ওয়ার্ডে ভর্তি ও চিকিৎসাধীন রয়েছে। জামায়াতের ৬ নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম জানান, তার বাবা আবদুল গফুর গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। তবে গণমাধ্যমে প্রধান অভিযুক্ত ওবায়দুল ইসলাম মন্টু এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।