মাদারগঞ্জে টিসিবির কালোবাজারি’র চাল ও ডাল জব্দ’ আটক-৩ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫ খোরশেদ।। জামালপুরের মাদারগঞ্জে কালোবাজারি’র চাল ও ডাল জব্দ করেছে পুলিশ। শনিবার রাত ৮ ঘটকায় উপজেলার ফাজিলপুর মালেক বেপারীর ভাড়া বাড়ী থেকে ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করে এবং এ ঘটনায় তৎক্ষনাৎ ৩ জন কে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। মামলার এজহার সূত্রে জানা গেছে ভাড়া বাসায় সরকারি বস্তা থেকে বড় বস্তায় স্থানান্তরিত করার সময় ৩ জন কে আটক করে। আটকৃতরা উপজেলার চরবওলা এলাকার রমজান আলী (৫২) গাড়ী চালক , তেঘরিয়ার জেসমিন(৪০) ও শুভগাছার ফারজানা (২০) রোববার দুপুরে তাদের জামালপুর কোর্টে পাঠানো হয়। জব্দকৃত চাল ৫৯ বস্তা প্রতিটি বস্তায় ৫০ কেজি, যার পরিমাণ মোট ২৯৫০ কেজি মুল্য ১ লক্ষ ৪৭ হাজার পাঁচশত টাকা ও ডাল ২১ বস্তা ওজন ৯শ কেজি মুল্য ৯০ হাজার টাকা এবং জব্দ করা হয়েছে খাদ্য অধিদপ্তরের চটের বস্তা, গায়ে লেখা আছে শেখ হাসিনার বাংলাদেশ খোদা হবে নিরুদ্দেশ, এ ধরনের চটের খালি বস্তা ৬৪ টি যার আনুমানিক মুল্য ১২৮০ টাকা সর্বমোট ২ লক্ষ ৩৮ হাজার ৭শ ৮০ টাকা টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে প্রস্তুুতি নিয়েছিল ফাজিলপুর এলাকার মৃত শাহালীর ছেলে কালোবাজারির মূল হোতা পলাতক মালেক বেপারী। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন জানান সংবাদ পেয়ে পুলিশ গিয়ে ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করে এবং অটো চালক রমজান আলী ও ২ জন মহিলা কে আটক করে থানায় নিয়ে আসে। রোববার তাদেরকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত মূল হোতা মালেক বেপারী সহ পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। SHARES সারা বাংলা বিষয়: