জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে জয়পুরহাট শহর জামায়াতের স্বাগত মিছিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
মোঃ আবু সুফিয়ান মুক্তার ।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলন সফল করতে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখা। আজ সকালে জয়পুরহাট শহরের প্রধান প্রদান সড়কে স্বাগত মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মামুনুর রশিদ ও জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন,সদর জামায়াতের আমীর ইমরান হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ জুয়েল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জয়পুরহাট শহরে জামায়াতে ইসলামীর এমন বিশাল মিছিলকে মানুষ হাত নেড়ে অভিবাদন জানান। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাও মুক্ত পরিবেশে মিছিল করতে পেরে মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। এ সময় জামায়াত নেতা-কর্মীদের উজ্জীবিত দেখা যায়। এ দিকে দলের শীর্ষ নেতার আগমনে ‘কর্মী সম্মেলন’ ঘিরে নেতা কর্মীদের মধ্যে বইছে আনন্দ ও উচ্ছ্বাস। এ উপলক্ষে প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা করছে লিফলেট বিতরন ও স্বাগত মিছিল। উল্লেখ্য,আগামী ৩০ জানুয়ারী-২০২৫ ইং বৃহস্পতিবার জয়পুরহাট সার্কিট হাউস মাঠে কর্মী ও সূধী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এ ছারাও বক্তব্য রাখবেন কেন্দ্রীয়,জেলা ও উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।