কেন্দুয়ায় মোটরসাইকেলসহ আটক-৩ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫ কোহিনূর আলম ।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দুটি মোটরসাইকেলসহ তিন চোরকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ । শুক্রবার (৩১ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক চারটায় কেন্দুয়ার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের চাপুর ও গন্ডা ইউনিয়নের বৈশ্যপাট্টা এলাকা থেকে মোট দুটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর এলাকার আলী হোসেন মোড়ে ধৃত হয় এই তিন চোর । খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ হেফাজতে নেয় তাদের । আটক তিন জন হলেন, ময়মনসিংহের নান্দাইল থানার ধীতপুর (বড়াইল) গ্রামের শফিকুল ইসলাম ওরফে রফিকুল ইসলাম (৩৭), পিতা-ছমির উদ্দিন, কেন্দুয়ার পেচন্দরী গ্রামের ছোটন মাহমুদ (২৮), পিতা-আবুল কালাম, তাড়াউল থানার যশোদর গ্রামের আনোয়ার হোসেন আনু (৩৫), পিতা-নুরুল আমিন আবু মিয়া । এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, স্থানীয় লোকজনের হাতে ধৃত তিন জনকে মোটরসাইকেলসহ থানা হেফাজতে রাখা হয়েছে । তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন তারা এবং মামলা প্রক্রিয়াধীন । SHARES সারা বাংলা বিষয়: