ওসমানীনগরে সিএনজি চালিত অটোরিকশা চুরি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫ শরীফ আহমদ চৌধুরী।। সিলেটের ওসমানীনগরে সিএনজি চালিত অটোরিকশা চুরি বৃদ্ধি পেয়েছে। উপজেলায় গাড়ি চুরচক্র সক্রীয় হওয়ায় গ্রামীণ অঞ্চলে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত টমটম চুরির অসংখ্য অভিযোগ উঠেছে। গত ১৫ জানুয়ারি বিকাল ৩ টায় উপজেলার সাদীপুর ইউনিয়নের আদমপুর আওরঙ্গপুর গ্রামের আব্দুল ওয়াহিদ এর ছোট ভাই ফ্রান্স প্রবাসী আশাইদ আলীর মালিকানা সিএনজি চুরি হয়ে গেছে। যাহার রেজিষ্ট্রেশন নং- সিলেট থ- ১২-৩৯৯৬,ইঞ্জিন নং- AAMBPC-13698 ও চেছিজ নং MD2AAAFZZPWC-03713, প্রবাসী মালিকের উল্লেখি গাড়ি দীর্ঘদিন থেকে মাসিক ভাড়ায় চালনা করিয়া আসছিলো সাদীপুর ইউনিয়নের খছরুপুর গ্রামের আতিক মিয়ার ছেলে, মোঃ কামরুল মিয়া (৩০)। এদিকে চালক উল্লেখীত দিন দুপুরে গোয়ালাবাজার হাইওয়ে সড়কের পাশে তার রেখে যাওয়া গাড়িটি চুরি হয়েছে বলে লোকজনের কাছে প্রচার করতে থাকে। চুরি হয়ে যাওয়া গাড়ির বিষয় লোকমূখে শুনে প্রবাসী আশাহিদ আলীর বড় ভাই ওয়াহিদ আলী গাড়ি চালকের কাছে গাড়ি চুরির বিষয়ের সত্যতা যাচাইয়ের প্রয়োজনে চালকের কাছে জানতে চাইলে তার কাছে কোন সঠিক উত্তর পাওয়া যায়নি। এতে গাড়ি চালক কামরুলের বিরুদ্ধে আব্দুল ওয়াহিদ বাদী হয়ে ওসমানীনগর নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সরজমিন পরিদর্শন কালে এলাকার একাধিক লোকজন ও অনেক সিএনজি, অটোরিকশা চালক বলেন গাড়িটি দিন দুপুরে চুরি হয়নি বলে ধারনা করে মন্তব্য করেছেন তারা ড্রাইভার নিজে গাড়িটি গোপন করে রাখতে পারে। উক্ত বিষয়ে ওসমানীনগর থানার পুলিশ অফিসার অভিযোগের সত্যতা নিশ্চত করে বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এব্যাপারে তদন্ত অব্যাহত আছে প্রকৃত তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। SHARES সারা বাংলা বিষয়: