আজমিরীগঞ্জে জাকজমকভাবে ২ শতাধিক মন্ডপে বিদ্যাদেবী সরস্বতী পুজা অনুষ্টিত ভক্তবৃন্দ দর্শনার্থীদের উপছেপড়া ভীড় দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫ রামকৃষ্ণ তালুকদার।। আজমিরীগঞ্জে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাড়ম্বড়ে হিন্দু ধর্মের অন্যতম পুজানুষ্টান জ্ঞান,বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পুজা ৩ ফ্রেবুয়ারী সোমবার অনুষ্টিত হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলার প্রায় ২ শতাধিক মন্ডপে জাকজমকপূর্ন পরিবেশে এ পুজা অনুস্টিত হয়। শাস্ত্রমতে জানাযায়, প্রতি বছর মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পুজা অনুষ্টিত হয়। গতকাল সকালে প্রতিটি পুজা মন্ডপে পুজার নানান উপাচার,বই খাতা,কলমসহ বিভিন্ন উপাদান সজ্জিত করে পুরোহিত মন্ত্রপাঠ করে পুজা সম্পাদন করার পর শিক্ষার্থী ও অন্যান্য পুজারীবৃন্দের মাঝে পুস্পাঞ্জলী প্রদান করেন। বিকাল থেকে রাত প্রায় ১২ টা পর্যন্ত প্রতিটি পুজা মন্ডপে প্রতিমা দর্শনের জন্য ভক্তবৃন্দের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়। আজমিরীগঞ্জের পাহাড় পুর আদর্শ কলেজ,স্টুডেন্ট ক্লাব, পূর্ব কালনী দোয়েল ক্লাব,জেনুইন একাডেমি, বলদী অলষ্টার যুবউন্নয়ন ক্লাব, বলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাহাড় পুর বি,কে,পি উচ্চ বিদ্যালয়, কাইস্তহাটি যুব সংঘ,সঞ্চয় পুর যুব সংঘ সহ বিভিন্ন মন্ডপে অনুরুপ অনুষ্টানমালার মধ্য দিয়ে বিদ্যাদেবী সরস্বতী পুজা অনুষ্টিত হয়। আজমিরীগঞ্জের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন,আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার, পাহাড় পুর আদর্শ কলেজ এর প্রেন্সিপাল সৌমিএ শেখর দাশ,প্রভাষক সুবাস চন্দ্র দাস, প্রমোদ দাস,রাসেন্দ্র চন্দ্র দাস, সাংবাদিক রামকৃষ্ণ তালুকদার, শিক্ষক পরেশ চন্দ্র দাস ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুজামন্ডপ পরিদর্শন করেন। তবে পূর্ব কালনী দোয়েল ক্লাব এবং পাহাড় পুর আদর্শ কলেজের মুর্তি ও ডেকোরেশন ছিল নজর কাড়ার মত। SHARES সারা বাংলা বিষয়: