মেহেরপুরে মাদক মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫ মাহাবুব।। মেহেরপুরের গাংনীতে মিথ্যা মাদক মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি), দুপুরের দিকে গাংনী উপজেলার করমদী বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করেন, মিথ্যা মাদক মামলায় হয়রানির শিকার ভুক্তভোগী করমদী গ্রামের গোসাইডুবি পাড়ার মরজেম হোসেনের ছেলে আলমগীর হোসেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিজিবি’র অভিযানে উদ্ধারকৃত মাদক বিক্রি করে না দেওয়ার অপরাধে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে গাংনী উপজেলার মথুরাপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাফিজুর রহমান। নায়েক সুবেদার হাফিজুর রহমান সম্প্রতি জব্দকৃত মাদক বিক্রয়ের প্রস্তাব দিলে আমি তিনার কথায় রাজি না হলে তিনি আমার নামে মিথ্যা মামলা দিয়েছে। এর আরেকটি কারণ হিসেবে আলমগীর জানান, ইতিপূর্বে নায়েক সুবেদার হাফিজুর রহমান আমার ব্যবহৃত একটি সিমকার্ড ব্যবহার করতো। যা আমি দিন দশেক পূর্বে বন্ধ করে দেওয়ায় আরো রাগান্বিত হয়ে আমার বিরুদ্ধে মাদকের মিথ্যা মামলা দিয়েছেন। যার মামলা নং-২৪ তারিখ ৩১/০১/২০২৫ ইং ধারা ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৪(গ)৪১ রুজু করা হয়। এই মামলায় আমাকে ২ নং আসামী করা হয়েছে। এই মাদকের ঘটনার সাথে আমি কোন ভাবেই সম্পৃক্ত নই। আলমগীর প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে মামলাটি তদন্ত করে প্রকৃত আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এব্যাপারে মথুরাপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাফিজুর রহমান জানান, মাদকসহ যে আসামীকে ধরা হয়েছে তার স্বীকারোক্তি মোতাবেক আলমগীরের নামে মামলা দেওয়া হয়েছে। আসামী আলমগীর সংবাদ সম্মেলনে যেসব কথা বলছে তার ১০ ভাগ সত্য আর ৯০ ভাগ মিথ্যা। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। SHARES সারা বাংলা বিষয়: