তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর দেশব্যাপী প্রযোজনা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

শেখ ফরিদ আহমেদ।। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি মিলনায়তনে মঞ্চস্থ হলো “আমাদের ‘বিশ্বাস’ নিরাপত্তাহীনতায়” নাট্য রচনা ফারজাদ ইফতেখার কাব্য, নির্দেশনায় প্রনব রঞ্জন বালা । তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ আয়োজিত জেলা শিল্পকলা একাডেমী গোপালগঞ্জের ব্যবস্থাপনায় ০৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ৬টা ৩০মিঃ মঞ্চায়ন হয় দেশব্যাপী শহীদ মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসবে সমন্বিত কার্যক্রমের অংশ হিসাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ কর্তৃক নাট্য কর্মশালার আয়োজন করেছে । গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারহান কবির সিফাত এর অদম্য সার্বক্ষণিক সহযোগিতায় স্থানীয় একঝাঁক তরুণ তরুণীদের নাট্য প্রশিক্ষণের ব্যবস্থায় মাত্র ১৫ দিনশেষে মঞ্চায়ন একটি অনন্য নজির স্থাপন করেছেন। নাট্যানুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষে অতিথি হিসেবে উদ্বোধন করেন অমিত দেব নাথ গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক এবং সমাপনী বক্তব্য ও ঘোষণা দেন বিশ্বজিৎ কুমার পাল গোপালগঞ্জ পৌর প্রশাসক।