আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশ’র সেক্রেটারী জেনারেল নিযুক্ত হলেন চট্টগ্রামের সৈয়দ মোস্তফা আলম

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
মো. মহিউদ্দিন।।  বিশ্বের সর্বোচ্চ মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল এর বাংলাদেশের সেক্রেটারী জেনারেল নিযুক্ত হলেন চট্টগ্রামের মানবাধিকার ব্যক্তিত্ব, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক সৈয়দ মোস্তফা আলম। ২০২৫-২০২৬ সালের জন্য বাংলাদেশে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এ দায়িত্ব অর্পণ করা হয়। এ সংগঠন জাতি সংঘের নিয়ন্ত্রণাধীন এবং ইউরোপিয়ান পুলিশ কমিটির আওতাধীন বিশ্বের সর্বোচ্চ সংস্থা। সৈয়দ মোস্তফা আলম ইতিমধ্যে ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ফর সেইফটি পিচ এন্ড জাসটিস (আইপিএসপিজে) এর বাংলাদেশে সেক্রেটারী জেনারেল, আন্তর্জাতিক ভোক্তা অধিকার সংগঠন (ইউসিপিএলআরএফ) এর বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ পর্যটন শিল্পী উন্নয়ন ফোরাম’র চেয়ারম্যান, ক্রেতা সুরক্ষা আন্দোলন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংস্কৃতিক ঐক্যজোট এর চেয়ারম্যান, আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরাম’র চেয়ারম্যান, সেইফ দ্যা স্পোর্টস চিটাগাং এর প্রধান সমন্বয়কারী এর দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। এ দায়িত্ব পালনে বাংলাদেশের মানবাধিকার সংগঠকদের ঐক্যবদ্ধ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা সহ মানবাধিকার রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।