চান্দিনায় আবেদা- নূর শিশু শিক্ষা নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫ খোকা চৌধুরী।। আবেদা-নূর শিশু শিক্ষা নিকেতন প্রাঙ্গণে অনুষ্ঠিত পক্ষকালব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ সফলভাবে সমাপ্ত হলো। ০৫ফেব্রুয়ারি বুধবার কুমিল্লার চান্দিনায় আবেদা-নূর শিশু শিক্ষা নিকেতনের উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার। অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক খোকা চৌধুরী ও মোঃ আবুল কাসেম। ইনডোর ও আউটডোর সহ সকল ইভেন্টের সফল পরিসমাপ্তি হয়। ইভেন্টগুলো ছিল কোরআন তেলাওয়াত, হামদ ও নাত,কবিতা আবৃত্তি,দেশাত্মবোধক গান, সুন্দর হস্তাক্ষর, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, যেমন খুশি তেমন সাজো এবং চিত্রাংকন। আউটডোর ইভেন্ট গুলো ছিল ২০০, ৩০০ ও ৪০০ মিটার দৌড়, ব্যাঙ লাফ, মার্বেল দৌড়,অংক দৌড়,মোরগ লড়াই,চেয়ার খেলা মেমোরি টেস্ট প্রতিযোগিতা শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সকল ইভেন্টে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের পুরস্কৃত করা হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় শিক্ষক শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় বিদ্যালয় অডিটোরিয়াম। প্রধান শিক্ষক মাহমুদা আক্তার বলেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি মেধা মননশীলতা ও মেধাবিকাশে ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।যারা বিজয় হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন আর যারা অংশগ্রহণ করে বিজয়ী ও হতে পারেনি তাদের শুভকামনা জানান। এছাড়া যারা অংশগ্রহণ করেনি আগামীতে যাতে অংশগ্রহণ করে সেজন্য উৎসাহ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: