জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ মিজানুর রহমান শরীফের বাবার কবর জিয়ারত করলেন ড. রফিকুল ইসলাম হিলালী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ মিজানুর রহমান শরীফের বাবা মরহুম ফজলুর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী । শনিবার (৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে চির শায়িত অবঃ পরিবার কল্যাণ পরিদর্শক মরহুম হাজী ফজলুর রহমানের কবর জিয়ারত করেন তিনি । এ সয়ম উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন সালাম, জেলা ওলামা দলের সহসভাপতি মোঃ আতাউর রহমান কাদেরী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাঈন উদ্দিন, কেন্দুয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান খান খোকাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷ এ বিষয়ে আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী তাঁর ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, স্নেহভাজন মিজানুর রহমান শরীফের প্রয়াত পিতার কবর জিয়ারত করেছি। যিনি একদিন সন্তানের জন্য ছিলেন ছায়াসম আশ্রয়, ভালোবাসার নিঃসঙ্গ ঠিকানা-আজ তিনি শুয়ে আছেন নিস্তব্ধ এক প্রাঙ্গণে।এই মাটির নিচে ঘুমিয়ে আছেন এক মহান পিতা, যাঁর স্নেহ, ত্যাগ আর ভালোবাসার স্মৃতিগুলো আজও শরীফের হৃদয়ে অমলিন। মৃত্যু কেবল দেহকে বিলীন করতে পারে, কিন্তু একজন পিতার দোয়া, শিক্ষা ও আদর্শ চিরস্মরণীয় হয়ে থাকে সন্তানের জীবনে।আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। শরীফের জন্য রইল আমার আন্তরিক দোয়া ও শুভকামনা। বাবা হয়তো দৃষ্টিসীমার বাইরে চলে গেছেন, কিন্তু তাঁর ভালোবাসা, দোয়া আর শিক্ষা তোমার পথচলার শক্তি হয়ে থাকবে আজীবন।