ঝিনাইগাতীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

ঝিনাইগাতী থানার উদ্যোগে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধানহাটিতে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা ও শাহ শিবলী সাদিক। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান ও মো. লুৎফর রহমান, হেফাজতে ইসলামের সভাপতি মুফতি খালিছুর রহমান, জামায়াতে ইসলামের উপজেলা আমির মো. নূরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক এস. কে. সাত্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা লুৎফর রহমান লাজু, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, বণিক সমিতির প্রতিনিধি সাংবাদিক জাহিদুল হক মনির এবং পেশাজীবী অধিকার পরিষদের শেরপুর জেলার সহ-সম্পাদক গোলাম নূর। সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ দমন ও জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা করেন। এছাড়া, এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করা হয়। উপস্থিত জনগণ মতবিনিময়কালে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং পুলিশের পক্ষ থেকে তা সমাধানের আশ্বাস দেওয়া হয়।