“আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি” ড. রফিকুল ইসলাম হিলালী।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ীর বাসিন্দা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ও ১৫৯, নেত্রকোণা-৩, (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী এক ফেইসবুক স্ট্যাটাসের শেষ বাক্যে এমন কথা বলেন ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) নেত্রকোণা জেলা পরিষদ মার্কেট মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজিত সমাবেশ পরবর্তী রাত আনুমানিক সাড়ে ১১ টায় নিজ আইডিতে তাঁর নেতাকর্মীদের উদ্দেশ্যে এ ফেইসবুক স্ট্যাটাস দেন তিনি ।আবেগ ও বাস্তবতার ভারসাম্য মিশ্রিত ঐ স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আজকের নেত্রকোনা জনসভায় কেন্দুয়া-আটপাড়া থেকে আমার সমর্থনে যে হাজার হাজার নেতা-কর্মী বর্ণাঢ্য মিছিল করে যোগ দিয়েছেন, তা এক অনন্য দৃশ্যের সৃষ্টি করেছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দকেও মুগ্ধ করেছে এই প্রাণবন্ত উপস্থিতি। বিশেষ করে মহিলা দলের বিশাল ও বর্ণাঢ্য মিছিল ছিল সত্যিই অভাবনীয়—আপনাদের এই শক্তি, আপনাদের এই ঐক্য আমাকে অনুপ্রেরণা জোগায়, সাহস দেয়।মঞ্চ থেকে যখন আমি আমার আটপাড়া-কেন্দুয়ার প্রিয় মানুষ গুলোর মিছিল দেখি, আর আনন্দে, আবেগে আমার চোখ ভিজে আসে! মনে হচ্ছিল এ যেন এক অবিরাম ঢল! শেষ নেই, শেষ হবে না।  আপনাদের এই ভালোবাসা, এই সম্মান আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি কৃতজ্ঞ—শুধু কথায় নয়, হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।এই অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। নাম ধরে কজনকে ধন্যবাদ জানাতে গেলে রাত ফুরিয়ে যাবে, তবু আপনাদের সবার প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাকে আপনাদের সেবার তৌফিক দেন, আপনাদের পাশে থাকার শক্তি দেন।জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে আজকের জনসভায় মঞ্চ পরিচালনার দায়িত্ব পালন করেছি, তাই আপনাদের সবার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা ও সময় দেওয়া সম্ভব হয়নি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।নেত্রকোনার এই জনসভা শুধু আমার নয়, আমাদের সকলের, আমাদের আন্দোলনের, আমাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের। আপনাদের এই ভালোবাসা আমার চলার পথের শক্তি, আমার লড়াইয়ের প্রেরণা। আল্লাহ আমাকে সেই শক্তি দিন, যাতে আপনাদের স্বপ্ন পূরণে, আপনাদের অধিকারের পক্ষে আমি সারাজীবন লড়ে যেতে পারি।আপনাদের ভালোবাসাই আমার শক্তি, আপনাদের সঙ্গেই আমার আজীবন পথচলা। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি! আমীন।”