ঢাকা কলেজে অনুষ্ঠিত হলো ‘তারুণ্য উৎস -২০২৫’। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ঢাকা কলেজের টেনিস গ্রাউন্ডে ঢাকা কলেজ প্রশাসনের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো ‘তারুণ্য উৎসব’। তারুণ্য উৎস শুরু হয় সকাল ১০ টা থেকে চলে দুপুর ২ টা পর্যন্ত।উক্ত উৎসবে অংশগ্রহণ করে ১৯ টা বিভাগ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা,ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ,বিএনসিসি এবং অন্যান্য সক্রিয় সংগঠন গুলো। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ঢাকা কলেজের শিক্ষার্থী ছাড়াও উক্ত অনুষ্ঠানে যোগ দিয়েছে আশেপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস স্যার উক্ত উৎসব পরিদর্শন করেন। বিভিন্ন ক্যাটাগরির বিবেচনায় এই বারের তারুণ্য উৎসবের প্রথম স্থান অধিকার করে ঢাকা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগ, দ্বিতীয় স্থান অধিকার করে ভূগোল ও পরিবেশ বিভাগ এবং তৃতীয় স্থান অধিকার করে বাংলা বিভাগ। SHARES সারা বাংলা বিষয়: