ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (একুশে ফেব্রুয়ারি) রাত বারোটা এক মিনিটে (প্রথম প্রহরে) উপজেলা পরিষদ চত্বর শহীদ বেদীতে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। এরপর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ভাষা শহিদদের স্মরণে উপজেলা পরিষদ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ভীড় জমে যায়। বিকেল সাড়ে ৩টার সময় উপজেলা পরিষদ অডিটরিয়ামে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে তাৎপর্যের উপর আলোচনা করেন ইউএনও। এরপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও ভাষা দিবস উপলক্ষে শিশুদের কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সংগীত প্রশিক্ষক এমকে চৌধুরী জিন্নাহর পরিচালনায় উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার ওয়াজেদ আলী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনসুর আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন উর রশিদ, উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, তথ্য অফিসার ইসকিতা আফরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা প্রমুখ।