জয়পুরহাটের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের জানাজা অনুষ্টিত ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন!

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
জয়পুরহাট আরাম নগর নিবাসী বীর মুক্তিযোদ্বা দেলোয়ার হোসেন কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল ২২ ফেরুয়ারী দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
আজ ২৩ ফেরুয়ারী সকাল ১১.০০ টায় জয়পুরহাট শহীদ জিয়া কলেজ মাঠে তাঁর জানাযা নামাজ শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্বা দেলোয়ার হোসেন এর জানাযা নামাজের পূর্বে বক্তব্য রাখেন ও জানাযা নামাজের ঈমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। জয়পুেহাট সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্বা কমান্ডার আমজাদ হোসেন,মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,জয়পুরহাট শহর বিএনপির সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন প্রমুখ। এলাকার বিপুল সংখ্যক মুসল্লিয়ান সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ’জন তাঁর নামাজে জানাযায় অংশ নেন।