ভাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের হাতাহাতি নারীসহ আহত ৪ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ফরিদপুরের ভাংগায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে বাড়ি জায়গা সীমানা নিয়ে হাতাহাতি ঘটনা ঘটে। এতে নারীসহ উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮টার দিকে দেশি অস্ত্র ও লাঠিসুটা নিয়ে দুইপক্ষে মধ্যে হাতাহাতি হয়। এমন ঘটনাটি ঘটে ফরিদপুরের ভাংগা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীগাল কান্দা গ্রামে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চান্দ্রা ইউনিয়নের দীগাল কান্দা গ্রামের মাসুদ মোল্লা সঙ্গে একই গ্রামের গিয়াস মোল্লা মধ্যে বাড়ি যায়গা জমি সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলছে। মাসুদ মোল্লা উক্ত জমিতে একটি ভবন নির্মানের কাজ করছিলেন। সেই ভবনের কাজে গিয়াস মোল্লা বাঁধা দিলে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।এসময় উভয় পক্ষের ৪ জন আহত হয়, এবং মাসুদ মোল্লা বিল্ডিং থাকা গ্রেন্ডার মেশিন দিয়ে রড় গুলো কেটে ফেলে ও বিল্ডিং ভাংচুর করেছে বলে এবিষয় অভিযোগ পাওয়া গেছে। আহত হলেন,শাকিনা বেগম (৫০)ডলি বেগম (৩৫) আলিমন নেছা (৭০) আহত অবস্থায় এদের কে উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গিয়াস উদ্দিন স্ত্রী জানান, এলাকার মেম্বার চেয়ারম্যান সাথে নিয়ে বাড়ি জায়গা জমি সীমানা নিয়ে অনেকবার মাপা হয়েছে।বিল্ডিংটি আমাদের সীমানার মধ্যে রয়েছে।অনেকবার বিষয় নিয়ে দরবার শালিস করা হয়েছে। এবিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম বলেন, মারামারি সংবাদ শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে দুই পক্ষের অভিযোগ পেয়েছি।তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: