কয়রায় ঘাতক ট্রলির ধাক্কায় প্রান গেল ১ বৃদ্ধার।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

অরবিন্দ কুমার মণ্ডল।।
কয়রায় অবৈধ ট্রলির ধাক্কায় রিজিয়া নামের এক বৃদ্ধার মৃত হয়েছে।
গত সোমবার  রাতে চিকিৎসাধীন অবস্থায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা গেছেন। এর আগে ঐ দিন বিকাল ৪ টায় উপজেলার কালনা বাজার নামক স্থানে ট্রলির ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হন । নিহত রি‌জিয়া খাতুন (৬৫) মঠবা‌ড়ি গ্রামের আঃ ম‌জিদ গাজীর স্ত্রী। এ ছাড়া ঐ ঘটনায় আহত কাঁচামাল বিক্রেতা আবু বকর গাজী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কালনা বাজারের ব্যবসায়ী আজিজুল ইসলাম বলেন,  নিহত বৃদ্ধা রাজিয়া খাতুন কালনা মাদ্রাসায় ওয়াজ-মাহফিল  শুনে ঐ দিন বাড়ি ফেরার পথে মাদ্রাসার সামনে সড়কে দাঁড়িয়ে থাকেন। এমন অবস্থায় একটি ট্রলি তাকে পিছুন থেকে ধাক্কা দিয়ে পায়ের উপর দিয়ে চালিয়ে যান। সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ৪ কন্যা ও ২ পুত্র সন্তান রয়েছে।  সড়ক দুর্ঘটনায় নিহত রিজিয়ার মুত্যর বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, এ ঘটনায় ট্রলি চালক পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের কৃঞ্চপদ দাসের পুত্র দেবদাসের নাম উল্লেখ সহ আরও ১ জনকে অজ্ঞাত আসামী করে কয়রা থানায় মামলা দায়ের  করা হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ত ট্রলি জব্দ করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান ।