চুনারঘাট এ প্রশাসনের যৌথ অভিযান।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
সারোয়ার নেওয়াজ শামীম।।
হবিগন্জের চুনারঘাটে আজ( ২৫/০২/২০২৫ খ্রি.) বিকাল ৪.০০ ঘটিকায়  উপজেলার গাজিপুর ইউনিয়নের ইছালিয়া ছড়া (গোবরখলা মৌজা) নামক স্থানে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়৷
যৌথ এ অভিযান পরিচালনা করেন জনাব মোহাম্মদ রবিন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট এবং মাহবুব আলম মাহবুব, সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট। অভিযান পরিচালনাকালে ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে মেশিন দ্বারা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্তত ২০ টি মেশিন এবং আনুমানিক ৪০০০ ফুট প্লাস্টিক পাইপ বিনষ্ট ও অপসারণ করা হয়৷ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ৷ উপজেলা নির্জবাহী কর্নমকর্স্বাতা বলেন জনস্বার্থে  এ অভিযান অব্যাহত থাকবে৷