কিশোরগঞ্জ উপজেলা সরকারি কলেজ ছাএদলের পরিচিতি সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫
মোঃআলমগীর হোসেইন।।
গত ২৮ ফেব্রুয়ারি সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদল স্বাক্ষরিত কিশোরগঞ্জ সরকারি কলেজ ছাএদলের আংশিক কমিটিতে রোকনুজ্জামান রোকন সভাপতি ও সাজিদ ফয়সাল রাদ কে সাঃ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়।
আজ(বুধবার) ৫ মার্চ  বিকাল ৪ টার সময় কিশোরগঞ্জ উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সরকারি কলেজ শাখার উদ্যোগে কমিটির পরিচিতি সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সাজিদ ফয়সাল রাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাঃ সম্পাদক মোরশেদুল ইসলাম মোর্শেদ,যুবদলের সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম দুলু,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু,ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব রাসেল প্রামানিক,বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ।
উপজেলা বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুন বক্তব্যের শুরুতে সরকারি কলেজ ছাএদলের নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং ছাএদলের ইতিহাস টেনে বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পরপরই শহীদ জিয়ার আদর্শে গড়া ছাত্রদল দেশের শিক্ষাঙ্গনে ছাত্র অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখে জনপ্রিয়তা অর্জন করে। স্বাধীনতার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এই নামটি শুধু একটি সংগঠনের পরিচয় নয়, বরং এটি দীর্ঘ ইতিহাস ও সংগ্রামের ধারক।
সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম বলেন, শিক্ষাজীবন যেমন সমগ্র জীবনের প্রস্তুতিপর্ব, ঠিক তেমনি রাজনৈতিক জীবনের প্রস্তুতিপর্ব হলো ছাত্ররাজনীতি। সে কারণেই বিশ্বব্যাপী ছাত্র সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে তো ছাত্ররাজনীতিই ছিল আমাদের জাতীয় রাজনীতির নীতিনির্ধারণী ফোরাম। দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে নব্বইয়ের গণআন্দোলন থেকে ২০২৪ এ স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ আমাদের জাতীয় জীবনের গৌরাবোজ্জ্বল প্রতিটি অর্জনের সাথেই ছাত্ররাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।নতুন কমিটিকে ছাএদলের  ইতিহাস ও সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান।