রামপালের মেধাবী শিক্ষার্থী সরদার শুভ ঢাবি’র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’র যুগ্ম সদস্য সচিব মনোনীত, বিভিন্ন মহলের শুভেচ্ছা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫ শেখ মাসুম বিল্লাহ।। রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাট জেলার রামপাল উপজেলার মেধাবী শিক্ষার্থী সরদার নাদিম মাহমুদ শুভ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের যুগ্ম সদস্য সচিব মনোনিত হয়েছেন। শুভ ঢাকা বিশ্বাবিদ্যালয়ের এ পদ পাওয়ায় রামপালের বিভিন্ন সংগঠন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তার এ প্রাপ্তিতে রামপালের অনেক সাধারণ মানুষ ও আনন্দিত। সে রামপাল উপজেলার দক্ষিন শ্রীফলতলা গ্রামের সরদার মাহবুবুর রহমান এর জৈষ্ঠ পুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটি সূত্রে জানা গেছে যে, গত ২৭ ফেব্রুয়ারী বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। সে কমিটিতে রামপালের সরদার নাদিম মাহমুদ শুভকে ৯ নম্বর যুগ্ম সদস্য সচিব মনোনিত করা হয়েছে। শুভ বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ ‘র যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হওয়ায় রামপাল প্রেসক্লাব তাকে অভিনন্দন জানিয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন , রামপাল উপজেলা শাখার নেতৃবৃন্দ ও শুভকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সাফল্য কামনা করেছেন। খুলনা সিটি কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর এ মেধাবী শিক্ষার্থী ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হয়। বর্তমানে সে দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। SHARES সারা বাংলা বিষয়: