ভাঙ্গায় ফসলের জমি ৫ স্থান ভেকু দিয়ে কেটে অবৈধ মাটি বিক্রি উৎসব দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫ মোঃ রিপন শেখ।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তিন ইউনিয়নের পাঁচ স্থানে ফসলের কৃষি জমি নষ্ট করে ভেকু মেশিন দিয়ে মাটি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অবৈধ মাটি দুস্কৃতিকারীরা একটি চক্র দল। সচতন মহল জনগণ অবৈধ মাটি ব্যাবসায়ীদের কাছে জিজ্ঞাসা করলে তাদের নানা ধরনের বুঝ দেওয়া হয়, জনগণ নিরুপায় হয়ে ভাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের বিষয়টি জানানোর পর সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছে সত্যতা নিশ্চিত হয়। (১-)কমল চন্দ্র গ্রাম মৌলভীডাঙ্গী। তিনি এবং তার মাটি কাটার ভেকু চালক বলেন, ভাঙ্গা উপজেলা আমরা ম্যানেজ করে মাটি বিক্রি করতেছি। (২-) আলমগীর / ব্রাহ্মণদী /নচোন গজ্ঞ ইউনিয়ন তিনি দাম্ভিকতার সাথে বলেছেন উপজেলা প্রশাসন ম্যানেজ করে এইসব ব্যাবসা করি। (৩-) চুন্নু মুন্সি জমি মালিক/ মানিকদহ ইউনিয়নের কান্দারবাড়ী জোয়ার চক ফসলের কৃষি জমির মাটি খনন করে মাটি বিক্রি করছে এবং গাড়ি যাতায়াত করে শতাধিক বিঘা জমির ফসল মাড়িয়ে ট্রাক ও টলি গাড়ি চলছে। (৪-) রেজাউল / লক্ষীপুর বিল/ সিট নং – ১ জমির মালিক চুন্নু মাতুব্বর বিদেশে থাকেন বড় ভাই রেজাউলের সাথে মিশে ফসলের জমির মাটি বিক্রি করছে। স্থানীয়রা জানান,টলি ও ট্রাক মাটি গাড়ি গ্রাম মধ্যে দিয়ে বেপরোয়া গতিতে যাতায়াত করে ট্রাক।এবং গাড়ি গুলো যেভাবে বেপরিয়া গতিতে চলাফেরা ও যাতায়াত করে এবং যেকোনো সময় ছোট বাচ্চারা দুর্ঘটনা কবলে পড়তে পারে।এবং মাটি ট্রাক নিয়ে গ্রামীণ রাস্তা গুলো নষ্ট করছে এবং ফসলের কৃষি জমি নষ্ট হচ্ছে। ফসলের জমি এবং গ্রামীণ রাস্তা যে ভাবে রক্ষা পায় প্রসাশন যেন দ্রুত এ বিষয় ব্যবস্থা নেয়। এবং মাটি খনন কারীদের এদেরকে শাস্তি দেওয়া হলে হয়তো বা ভেকু দিয়ে মাটি খনন বিষয়টি বন্ধ হতে পারে। SHARES সারা বাংলা বিষয়: